ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ফেনীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী( ডুসাফ) এর পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা ও মাতার নামে গঠিত সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিমাসে ২০ (বিশ) হাজার টাকা ও নিজাম উদ্দিন হাজারী এমপি’র পিতার নামে গঠিত কমিশনার জয়নাল আবেদীন হাজারী ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি মাসে ২০ (বিশ) হাজার টাকা অনুদান প্রদান করার ঘোষনা দেওয়া হয়েছে।
ডুসাফের আয়োজনে নবীণবরন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি সাদ বিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেনী- ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, যমুনা অয়েল পরিচালনা পর্ষদের পরিচালক সাইফুদ্দিন নাসির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ ফেনীর নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল