জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত। সম্প্রতি কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পর অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে কমিটির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আলী নূর ও বর্তমান চেয়ারম্যান প্রফেসর লিয়াকত হোসাইনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ অ্যালামনাইেয়র অন্যান্য সদস্য, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত