ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন অব বাংলাদেশ (আই.ই.বি)-এর এক্রিডিটেশন সনদ অর্জন করেছে।
সাধারণত বেশ কয়েকটি মানদণ্ড অনুসরণ ও যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আইইবির সহযোগি প্রতিষ্ঠান বোর্ড অব এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ সনদ প্রদান করে থাকে।
এই সনদ প্রাপ্তির ফলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা আইইবির সদস্য হতে পারবেন এবং সদস্য হওয়ার কারণে আইইবির নির্বাচনসহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
মানসম্মত ল্যাব, লাইব্রেরি, শ্রেণীকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনার স্বীকৃতিস্বরূপ আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আগেই আইইবি সনদ পেয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি সফলতার সাথে উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আইইউবিএটির গ্রাজুয়েটরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন।
বিডি প্রতিদিন/হিমেল