নেতা-কর্মীদের নামে 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন হাতে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন বিদ্রোহী গ্রুপের শতাধিক নেতা-কর্মী। সাবেক উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিজভি আহমেদ পাপন, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নেতা-কর্মীদের নামে সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। আমরা কোনো চাঁদাবাজি, অপকর্ম বা টেন্ডারবাজির সাথে জড়িত নয়। আমাদের নামে যে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি প্রশাসন বরাবর জানাচ্ছি। এসময় মামলা প্রত্যাহার না করা হলে নেতা-কর্মীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ঝিনাইদহে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামসুজ্জামান তুহিন শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক ৬ জন নেতা বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় আমিন জোয়ার্দ্দার, মোহাম্মদ আলী শিমুল, জুয়েল রানা হালিম, শিশির ইসলাম বাবু, নাজমুল ও মিজানুর রহমান লালনের নাম উল্লেখ করা হয়। এ মামলার বাদী শামসুজ্জামান তুহিন ক্যাম্পাসের চলমান মেগা প্রকল্পের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের একটি কাজের দেখভাল করছেন। তার দাবি, অভিযুক্তরা তাকে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকিও দেয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম