জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তির স্লোগান নিয়ে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের সামনে আসলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করে। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যায়। তখন আব্দুর রশীদ (অর্থনীতি, ৩য় ব্যাচ) নামক ছাত্রদলের নেতাকে বেধড়ক মারধর করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে দেয়। পরবর্তীতে প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের গাড়িতে করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন জবি প্রক্টর ড. মোস্তফা কামাল। এ ঘটনায় জিতু, পলাশ, রুবেলসহ অনেকে আহত হয়।
হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি এবং দুইদিনের মধ্যে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করার দাবি জানাচ্ছি। আজকে থেকে আমরা ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবো।
এ বিষয়ে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজনকে আহত অবস্থায় প্রক্টর অফিসে আনা হয়। আমরা তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ হামলার বিচার হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/মাহবুব