বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গবেষণা কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী অঞ্চলের জনগোষ্ঠীকে আইসিটি’র সংক্ষিপ্ত কোর্সের প্রশিক্ষণ, আর্কাইভ (অভিলেখাগার) স্থাপন ও কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুনতাসীর মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর ড. আয়েশা আশরাফ, প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন