কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রায় নিয়মিতই নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে শ্রমিক দুর্ঘটনা ঘটছে।
এদিকে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবন- ৪ এর তিনতলা থেকে পড়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তার জন্য ব্যবহৃত বেল্ট ছাড়াই মাচায় উঠে ঝুঁকি নিয়ে তিনতলার সিলিংয়ের রড সোজা করার কাজ করছিলেন শহিদুল। এসময় ভবনের একটি রড সোজা করতে টান দিলে সেটি ছুটে যায়। যার ফলে শহিদুল নিজের ভারসাম্য রাখতে না পারায় তিন তলা থেকে নিচে পড়ে যান। পরে শহিদুলকে আহত অবস্থায় শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারী প্রতিষ্ঠান জাকির এন্টারপ্রাইজ এবং খোকন কনস্ট্রাকশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের নিরাপত্তা বেল্ট দেয়া হয়েছে। কিন্তু সে ব্যবহার করেনি। হাসপাতালে আমার লোক পাঠিয়েছি। তারা দেখাশুনা করছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, আহত শ্রমিকের কোমরের হাড় ভেঙে যেতে পারে। অবশ্য তার জ্ঞান ছিল। কথা-বার্তাও স্বাভাবিক ছিল। চিকিৎসার জন্য আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে পড়ে বেশ কয়েকজন আহতসহ একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণও করেছে। গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে সারওয়ার হোসেন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়। তার চার দিন পরে ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই হলের সম্প্রসারিত কাজ করতে গিয়ে গত ৩ ডিসেম্বর চার তলা ছাদ থেকে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হয়। শুধু তাই নয় গত সপ্তাহেও এক শ্রমিকসহ বিভিন্ন ভবন থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন