৫ জানুয়ারি, ২০২০ ১৫:১৯

প্রভোস্ট ছাড়াই চলছে শেকৃবির নজরুল হল

শেকৃবি প্রতিনিধি

প্রভোস্ট ছাড়াই চলছে শেকৃবির নজরুল হল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্রদের আবাসিক হল কবি কাজী নজরুল ইসলাম হল চলছে প্রভোস্ট ছাড়াই। এ হলের এই পদটি ইতিমধ্যে শূন্য হওয়ার ফলে হলে দেখা দিয়েছে বিশৃঙ্খলাও।

খোঁজ নিয়ে জানা যায়, গেল বছরের ২৭ নভেম্বর হলটির প্রভোস্ট পদ থেকে বিদায় নেন ড. সাইফুল ইসলাম ভূঁইয়া। ফলে বিভিন্ন সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে পাওয়া গেছে নানা অভিযোগ। গেল বিজয় দিবসে প্রীতিভোজে অতিরিক্ত খাবার সরবরাহ (বিক্রিত ৭০০ কুপনের বিপরীতে ৯৫০ জনের খাবার) ও ছাত্রদের বৃত্তির টাকা আটকে থাকার অভিযোগ অন্যতম। 

সূত্র জানায়, বিভিন্ন লেভেলের ছাত্রদের জন্য বৃত্তি বাবদ আসা প্রায় ৩ লাখ টাকা শুধুমাত্র প্রভোস্টের স্বাক্ষর ছাড়া বিতরণ করা যাচ্ছেনা। ফলে ছাত্রদের ক্রমাগত চাপে ইতস্তত বোধ করছেন খোদ সংশ্লিষ্ট হল কর্মকর্তারাও। এদিকে, হলের সহকারি প্রভোস্ট মো. তোফায়েল হোসাইন জানালেন ভিন্ন কথা। 

তিনি ছাত্রদের বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগকে অসত্য আখ্যা দিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কে বলেছে টাকা পায়না, ছাত্ররা অফিসে আসলেই টাকা পাবে। হল ভালোভাবেই চলছে।’ 

এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কথা বলা হয়েছে ভুক্তভোগী  কয়েকজন ছাত্র ও সংশ্লিষ্ট হলের এক কর্মকর্তার সাথে। তারা জানান, প্রভোস্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বৃত্তির এ টাকা বিতরণ সম্ভব নয়। 

জানা যায়, হল প্রভোস্ট নিয়োগ বিষয়ে সহকারি প্রভোস্ট ড. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বললেও এখনো তার সুফল পাওয়া যায়নি। 

এ বিষয়ে শেকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক মো. হাসানুজ্জামান আকন্দ’র সাথে যোগাযোগ করা হলে তিনি রেগে গিয়ে বলেন, ‘আমি সাংবাদিকদের সাথে এখন কথা বলব না।’ 

উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপাতত হলের সার্বিক দায়িত্ব ড. আনিসের ওপরে ন্যস্ত আছে। সেক্ষেত্রে ছাত্ররা তাদের বৃত্তির টাকা পাওয়ার কথা।’ 

যোগাযোগ করা হলে ড. আনিসুর রহমান বলেন, ‘ছাত্রদের বৃত্তির টাকা প্রশাসনের সাথে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।’

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর