২৩ জানুয়ারি, ২০২০ ০৭:২০

চবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

চবি প্রতিনিধি

চবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সিএফসি'র (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ১২ জন ও বিজয়ের ৮জন নেতাকর্মী। 

বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করেছে। তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। এখন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের দুইটি হল থেকে সন্দেহভাজন হিসেবে ২০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল ৪টার দিকে ছাত্রলীগের তিন কর্মীকে মারধর ও কুপিয়ে জখম করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় ছাত্রলীগের এক পক্ষ 'বিজয়’। এ ঘটনাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলের সামনে সংঘর্ষে জড়ান বিজয় ও (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের) সিএফসি নেতাকর্মীরা। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর