ত্রৈমাসিক প্রকাশনা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তার কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করেন।
প্রকাশনাটির সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী প্রমুখ।
বার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, খেলাধুলাসহ অবকাঠামোগত উন্নয়নের সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম