জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে কাটা হবে একশত পাউন্ডের কেক এবং ওড়ানো হবে একশত বেলুন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবনে জমায়েত হয়ে সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।
পরে সকাল ১১টায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার শুরুতে ঢাবি সংগীত বিভাগের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও ফেস্টুনসহ ১০০ বেলুন উড়ানো হবে। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১০০ পাউন্ডের কেক কাটা হবে।
এছাড়া দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও হোস্টেলসমূহে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম