করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। একইসঙ্গে বুধবার দুপুর দুইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চবি সিন্ডিকেটের ৫২৪ তম জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ এবং পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে। চবি মেডিকেল সেন্টার ও করোনা ভাইরাস নিয়ে গবেষণাকারীরা এ ছুটির আওতামুক্ত থাকবে। আর ১৮ মার্চ দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, ১৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী শাটল ও ডেমু ট্রেন বন্ধ থাকবে। আর কেউ আদেশ অমান্য করে হলে থাকলে আমরা বিষয়টা দেখব।
এছাড়াও ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যালয় বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন