করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস বিস্তার রোধকল্পে সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। এতদসঙ্গে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
আবাসিক হলসমূহে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের তাদের নিজ নিজ বাসা/বাড়ীতে অনতিবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং ১৮ মার্চ বিকেল ৫:০০ ঘটিকার পর হলসমূহ বন্ধ থাকবে।’
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন