শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিভাগের প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নির্দেশে বিভাগের সার্বিক ফলাফল কেন খারাপ সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদ এ তদন্ত কমিটির প্রধান। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফলাফলগুলো যাচাই বাছাই করার পাশাপাশি সমাজবিজ্ঞান সমিতি নতুনরূপে চালু করা হবে।
উল্লেখ্য, একাডেমিক ফলাফল বিপর্যয় ও ৩ দফা দাবিতে গত রবিবার শাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান বরাবর স্মারকলিপি পেশ করে এবং সোমবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/হিমেল