ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে পৌঁছেছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার নথিপত্র। ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ৬ এপ্রিল।
মামলাটি স্থানান্তরের বিষয়ে সরকারি গেজেটের পর বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মামলাটি ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করে। দ্রুতবিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।
এর আগে ১৭ ফেব্রুয়ারি মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে নেয়ার আবেদন করেছিলেন মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহ।
গত বছরের ৬ অক্টোবর রাতে শেরে-বাংলা হলে নিজের কক্ষ থেকে আবরারকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরের দিন তার বাবা বরকতুল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৩ নভেম্বর আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি প্রতিদিন/আরাফাত