বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা ক্লাস-পরীক্ষা বন্ধের পর আবাসিক হলগুলোও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী পরিষদ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের একাধিক সদস্য সূত্রে এ তথ্য জানা গেছে।
অপরদিকে, সরকারি সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সময়সীমা ২৮ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। একই সাথে, করোনাভাইরাস মোকাবেলায় একটি কমিটিও গঠন করেছে সিন্ডিকেট। এতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবীকে কমিটির প্রধান ও মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় করোনা প্রতিরোধে কাজ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন