করোনাভাইরাসের (Covid-19) সংক্রমণ প্রতিরোধে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে রবিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি চলে।
কর্মসূচির প্রথম ধাপে আজ রাজশাহীর নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। পরবর্তীতে আরো কয়েকটি স্থানে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে বলে শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়।
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, করোনা প্রতিরোধে আমরা নওহাটা পৌরসভার সাধারণ জনগণের মাঝে স্যানিটাইজার, সাবান ও মাস্কস বিতরণ করেছি, আমাদের এ কার্যক্রম পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক