মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান।
কোভিড-১৯ এর জন্য স্বাস্থ্যবিধি মেনে এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, রেজিস্ট্রার, ডিন, অধ্যাপক, পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম, সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না ও আঞ্চলিক পরিচালক ঢাকা রানা হামিদুর রহমান।
প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু গাজীপুর ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যের বেদিমূলে শিক্ষক নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সহকারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর