আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়ার ব্যাপারে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত দশটায় এ আল্টিমেটামের লিখিত কপি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
এর আগে সকল আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে প্রবেশের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ও ফটকে তালা দেয়। এ প্রেক্ষিতে দ্বিতীয় দফায় স্নাতকের বিভিন্ন বর্ষের পরীক্ষা যখনই শুরু হবে এর ৭ দিন পূর্বে হল খুলে দেয়া হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এ সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম দেয়। আল্টিমেটাম না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
হল খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। তবে এ ব্যাপারে আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। সরকারের সাথে সমন্বয় করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিব।
বিডি প্রতিদিন/এ মজুমদার