২২ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে রাত্রি যাপন ববি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে রাত্রি যাপন ববি শিক্ষার্থীদের

ক্যাম্পাসের বাইরের বিভিন্ন মেসে নিরাপত্তাহীনতার কারণে আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবীতে গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে খোলা জায়াগায় রাত্রি যাপন করেছে কিছু শিক্ষার্থী। একই সঙ্গে হল খুলে না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে খোলা জায়গায় রাত্রি যাপন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের বাইরে অনিরাপদ বোধ করায় গতকাল রবিবার রাত ১০টার দিকে কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনের নিচে খেলা জায়গায় অবস্থান নেয়। এসময় তারা চটের বস্তার উপর গায়ের চাঁদর, কাথা, কম্বল বালিশ নিয়ে সেখানে রাত্রি যাপন করে। 

শিক্ষার্থী মাহমুদ হাসান তমাল বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অথচ আবাসিক হল খুলে দেয়া হয়নি। হল খুলে না দেয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। বাইরে শিক্ষার্থীরা নানাভাবে নির্যাতন এবং ছিনতাইয়ের শিকার হচ্ছে। ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতার কারনে শিক্ষার্থীরা হল খুলে দেয়ার দাবি তুলেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নীচে রাত্রি যাপন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। 

শিক্ষার্থী সিয়াম জামান জানান, গভীর রাতে মেসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নির্যাতনকারীদের গ্রেফতার ও চিহ্নিতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের ৩ দাবি এখন পর্যন্ত আদায় হয়নি। শিক্ষার্থীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও নিরাপদ বোধ করছে না শিক্ষার্থীরা। এ কারণে তারা দ্রুত আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন। যতক্ষন পর্যন্ত হল খুলে না দেয়া হবে ততক্ষন এভাবে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান এবং রাত্রি যাপনের কথা বলেন তিনিসহ অন্যান্য শিক্ষার্থীরা। 

এর আগে, গত মঙ্গলবার রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থী নির্যাতন করে দুর্বৃত্তরা। এরপর গত শুক্রবার রাতেও রূপাতলী হাউজিংয়ে খুলনা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়। অন্যান্য শিক্ষার্থীরাও হামলা-নির্যাতনের ভয়ে বাইরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতন এবং সতর্ক রয়েছে। তাদের নিরাপত্তার নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনেরও সহযোগীতা চাওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারনে রাষ্ট্রীয় সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও হল খুলে দিতে পারে না রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া। শিক্ষার্থীরা যেখানে থাকবেন সেখানেই তারা নিরাপদ থাকবেন বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর