করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবিতে ছাত্র সমাবেশ করছেন শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এই দাবিতে স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারীরা 'এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি', 'হল সব খুলতে হবে, নইলে তালা ভাংতে হবে', 'ভিসি স্যার টিকা দিন, হলের তালা খুলে দিন' প্রভৃতি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের পক্ষে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুনাইদ আহমেদ খান বলেন, আমাদের দাবি হলো ফেব্রুয়ারি মাসের মধ্যে হল খুলে দিতে হবে। আমরা মার্চের এক তারিখ থেকে ক্লাস শুরু করতে চাই।
তিনি বলেন, দেশের সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে, তখন হল বন্ধ রাখা অযৌক্তিক।
এর আগে, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে জোর করে শিক্ষার্থীদের প্রবেশের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ