২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২১:১৪

‘পঞ্চম দশম ও দ্বাদশে সপ্তাহে ৫ দিন ক্লাস, অন্য শ্রেণির শিক্ষার্থীদের একদিন’

অনলাইন প্রতিবেদক

‘পঞ্চম দশম ও দ্বাদশে সপ্তাহে ৫ দিন ক্লাস, অন্য শ্রেণির শিক্ষার্থীদের একদিন’

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক দু'দিন ছুটি ছাড়া পাঁচ দিন ক্লাস করতে হবে। এছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করেতে হবে সপ্তাহে এক দিন। রোজায়ও ক্লাস চলবে, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।

আজ রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল ও কলেজ খুলে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, স্কুল খোলার ৬০ কার্যদিবস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্কুল খোলার পর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে ৬০ কার্যদিবস ক্লাস শেষে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে। তবে প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত এখনো হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর