২২ এপ্রিল, ২০২১ ২২:০৫

রাবির পুকুরে বিষ দিয়ে মাছ হত্যা

রাবি প্রতিনিধি

রাবির পুকুরে বিষ দিয়ে মাছ হত্যা

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের পেছনের একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে সেই মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে কিছু মরা মাছ ভাসতে দেখেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ও রিকশাচালক।

পুকুরে মাছ ভাসতে দেখা রানা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিশ্ববিদ্যালয় ড্রেনেজ সিস্টেমের কাজ করা এক কন্টাকটার সকালে আমাকে ফোন করে জানান পুকুরের মাছ ভেসে উঠছে। আমি বেলা ১১টার দিকে পুকুরে গিয়ে দেখি, কয়েকজন রিকশাচালক ও কর্মচারী পুকুরের মাছগুলো ধরছে। তবে অধিকাংশ মাছ বিষ দিয়ে মেরে ফেলে রাতেই চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হচ্ছে-পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলে জাল দিয়ে সেই মাছগুলোকে তোলা হয়েছিল। কারণ পুকুরের পাড়ে জাল ও পায়ের দাগ বোঝা যাচ্ছিল।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এটা কে করেছে আমার জানা নেই। কিছুদিন আগে পুকুরগুলোতে কৃষি প্রকল্পের আওতায় মাছ ছাড়া হয়েছিল। আমরা আশা করেছিলাম, যখন ক্যাম্পাস খুলবে; মাছগুলো বড় হবে; ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই মাছগুলো বড়শি দিয়ে ধরবে আর সময় পার করবে। কিন্তু রাতের আধারে কারা মাছগুলোকে হত্যা করে চুরি করে নিয়ে গেল এটা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর