২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্লাটফর্ম 'নো ভ্যাট অন এডুকেশনে'র ব্যানারে এই দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে'র শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক মুক্ত রেজওয়ান। এতে তিনি বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যদি তা-ই হয় তবে কী করে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিক পক্ষ মুনাফা অর্জন করে? ২০১০ সালের আইন অনুযায়ী বলা চলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিক পক্ষ যে মুনাফা অর্জন করছে তা সম্পূর্ণ রূপে অবৈধ।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বৃহস্পতিবার প্রস্তাবিত ১৫ শতাংশ করের মাধ্যমে সরকার ওই অবৈধ মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে এবং অবৈধ মুনাফাকে বৈধ করার চেষ্টা করছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে বলছি, কর আরোপের যে প্রস্তাবনা হয়েছে তা শিক্ষার্থীদের উপর বর্তালে ছাত্রসমাজ কোনোভাবেই মেনে না।
তিনি আরও বলেন, 'আমরা দেখতে পাচ্ছি শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেটে বিগত বাজেটের মোট জিডিপির তুলনায় ০.০৩৬% কমেছে। এই বাজেট কোনোভাবেই শিক্ষাবান্ধব বাজেট হতে পারে না। আমরা শিক্ষাখাতে মোট জিডিপির ৮ ভাগ বরাদ্দ দাবি করছি।'
অবিলম্বে কর আরোপের প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়ে তিনি আরও বলেন, 'আমরা সরকারকে ১০ জুন পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করব।'
সংবাদ সম্মেলনে তারা ছয় দফা দাবি পেশ করেন। তাদের অন্য দাবিগুলো হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় হিসাব ইউজিসি কর্তৃক খতিয়ে দেখা, দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ণ করা, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করা, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, করোনাকালীন সময়ে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রণোদনা প্রদান করা প্রভৃতি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন