ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০১টি গাছ লাগানোর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আশেপাশে এসব গাছ রোপণ করা হয়।
‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
ছাত্রলীগের কর্মসূচিতে এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
একইসাথে, দিবসটি উপলক্ষে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা