করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘স্মার্টফোন’ কেনার জন্য সর্বোচ্চ আট হাজার টাকার সুদমুক্ত ঋণ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এজন্য আগামী ১৫ জুনের মধ্যে নিজ নিজ বিভাগ বা ইন্সটিটিউটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঋণের অর্থ সরবরাহ করছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর থেকে বিভাগ ও ইন্সটিটিউটগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থীদের সফ্ট-লোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবলমাত্র তারাই (এ ঋণের জন্য) আবেদন করতে পারবেন। এই টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। এজন্য শিক্ষার্থীদের সোনালী/জনতা/ অগ্রণী ব্যাংকে নিজ নামে অ্যাকাউন্ট খুলতে হবে।
ঋণ গ্রহীতারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন এককালীন অথবা সমান চার কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে পারবেন। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদপত্র ইস্যু করা হবে না।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. ইলিয়াছ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, শিক্ষার্থীদের ঋণ দিতে মঞ্জুরি কমিশন তালিকা চেয়ে আমাদের কাছে একটি ‘ফরম্যাট’ পাঠিয়েছিল। আমরা সেটি বিভাগগুলোর কাছে দিয়েছিলাম। বিভাগগুলো তাদের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে আমাদের কাছে পাঠালে আমরা তা মঞ্জুরি কমিশনে পাঠাই। মঞ্জুরি কমিশন মোট আট হাজার ৫৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেকের নামে আট হাজার টাকা করে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস কেনার জন্য ঋণ বরাদ্দ করেছে। এই টাকা দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র ইস্যু করা হবে না।’
বিডি প্রতিদিন/এমআই