জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার।
কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মনিরুজ্জামান খান, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, সহকারী অধ্যাপক মো. হাসান মফিজুর রহমান, সহকারী অধ্যাপক বুশরা জামান, সহকারী অধ্যাপক তপন কুমার পালিত এবং সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
জানা যায়, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল থেকে মনোনীত হয়ে এর আগে ২০১৪-১৫ সেশনে শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৩-১৫ ও ২০২০-২১ সেশনে নীলদলের কার্যনিবার্হী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আবুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বি.এস.এস (সম্মান) প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান ও এম.এস.এস.-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল ওয়ার্ক (এম.এস.ডব্লিউ) এবং উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি সম্পন্ন করেন।
অপরদিকে, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক কামাল হোসেন ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য ছিলেন। ২০১৫ সালে যৌথভাবে আয়োজিত নীলদলের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ২০১৭ সালে নীলদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মো. কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ (অনার্স), এম এ, এম পিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদল। আমাদের মূল লক্ষ্য থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান পরিবর্তন ও প্রশাসনকে সহায়তা করা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে ও এগিয়ে নিয়ে যেতে আমরা সবার সাথে সহযোগিতা করব।
সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক কামাল হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ, শিক্ষা ও সংস্কৃতিতে আমার মেধা ও যোগ্যতার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। যাদের নিয়ে আমাদের মূল কর্মকাণ্ড অর্থাৎ শিক্ষার্থীদের গুণগত শিক্ষার উন্নয়ন যেন করা যায় ও দ্রুত ক্লাস-পরীক্ষা নেওয়া যায় তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করবো।
বিডি-প্রতিদিন/শফিক