১৫ জুন, ২০২১ ১৪:৩৫

ঢাবি শিক্ষার্থীদের সফট লোনের আবেদনের সময় বৃদ্ধি

অনলাইন ডেস্ক

ঢাবি শিক্ষার্থীদের সফট লোনের আবেদনের সময় বৃদ্ধি

করোনার কারণে অনলাইন ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ডিভাইস কেনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক দেওয়া সফট লোনের জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়েরর ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা ২০২০ এর আলোকে করোনা মহামারীর (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় আন্ড্রয়েড ডিভাইস/স্মার্টফোনে ক্রয়ের জন্য ঋণ প্রদানের নিমিত্তে নিম্নে উল্লেখিত শর্তাধীনে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদনকৃত শিক্ষার্থীদেরকে ২০/০৬/২০২১ তারিখ এর মধ্যে তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থী সফ্ট লোন’ তালিকায় অর্ন্তভূক্ত আছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন।

ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যাহা সুদমুক্ত। ওই টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর