উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিএসএমএমইউ’র পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অ.দা.) মো. নঈমুল হক চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে যৌথভাবে দুই বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে চিকিৎসা শিক্ষার উৎকর্ষতা সাধন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও উন্নত সেবা প্রদানের নিশ্চয়তা সৃষ্টি করা। এই চুক্তির মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ স্বাস্থ্যখাতে গবেষণায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী প্লাটফর্মের মধ্যে যাত্রা শুরু করলো বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল