রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের নতুন আহবায়ক হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে দুর্নীতিবিরোধী শিক্ষকদের এক আলোচনা সভা শেষে অধ্যাপক সামাদীকে নতুন দায়িত্ব দেয়া হয়।
এ সময় দুর্নীতিবিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ও সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক সুলতানুল ইসলাম টিপুকে অভিনন্দন জানান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
নতুন আহ্বায়ক অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমরা নতুন উপ-উপাচার্যকে অভিনন্দন জানিয়েছি এবং সতর্ক করে দিয়েছি। আমরা জানিয়েছি, তিনি যদি কোনো ধরনের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, আমরা তার বিরুদ্ধে মাঠে নামবো। বিগত সময়ে যেভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, তেমনি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলতেই থাকবে। আমাদের এই সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, শুধু দুর্নীতির বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন