২৪ জুলাই, ২০২১ ২১:৫২

ড. মাহমুদুর রহমানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

গাজীপুর প্রতিনিধি :

ড. মাহমুদুর রহমানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

ড. মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সদস্য, গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা ড. মো. মাহমুদুর রহমানের (আনু মাহমুদ) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

শনিবার (২৪ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. মাহমুদুর রহমান ছিলেন শিক্ষানুরাগী একজন সজ্জন ব্যক্তি। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তাঁর কর্মদক্ষতা ও সৃজনশীল কর্মপরিকল্পনা ছিল অতুলনীয়। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার তার এই প্রয়াণে অত্যন্ত শোকাহত।

শোকবার্তায় উপাচার্য এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ড. মাহমুদুর রহমানের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনিও বীর মুক্তিযোদ্ধা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর