৩ আগস্ট, ২০২১ ২১:১০

ঢাবির গার্হস্থ্য অর্থনীতিতে ভর্তির আবেদনের সময় বেড়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির গার্হস্থ্য অর্থনীতিতে ভর্তির আবেদনের সময় বেড়েছে

ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোয় ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পূর্বঘোষিত ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে।

এর আগে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় পিছিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গত ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। একই কারণে পিছিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষাও। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী, কলেজগুলোর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ অক্টোবরের পরিবর্তে ২৯  অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর অনুষ্ঠিত  হবে।

এ ছাড়া গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ভর্তি পরীক্ষাও আগামী ২৭ আগস্টের পরিবর্তে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর