২৪ অক্টোবর, ২০২১ ১১:৪৫

শেকৃবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

শেকৃবি প্রতিনিধি

শেকৃবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো- এই প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আয়োজিত এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘সম্প্রীতি বিনষ্ট করতে যা করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ধর্মের নামে কোন অশান্তি বরদাশত করি না।’

রবিবার ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল সাড়ে ৯টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় পাঁচশতাধিক মানুষ মানববন্ধনটিতে অংশ নেন। এসময় শেকৃবি ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘এটি রাজনৈতিক চক্রান্ত এবং এতে ধর্মকে কাজে লাগানো হচ্ছে।’

শেকৃবি প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। শেকৃবি ছাত্রলীগ সভাপতি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশের শান্তি-সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। তারা দেশের এ উন্নয়ন মেনে নিতে পারছে না।’


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর