ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘এরূপ গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় এসডিজি-৪ এর মূল লক্ষ্য পূরণে তিনি বৈশ্বিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। দক্ষ নেতৃত্ব দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তার কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।’
অভিনন্দন বার্তায় উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বৈশ্বিক আকাঙ্ক্ষা বিবেচনায় এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রার বিষয়ে শিক্ষামন্ত্রী নিজ নিজ দেশের অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো সমাধানে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অফ-২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ইউনেস্কোর এসডিজি-৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়। এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই