ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিলো ১৫ হাজার ৪৯৬টি। গত ৯ অক্টোবর এই ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে অংকন অংশের জন্য ১৫৪০ জনকে নির্বাচন করা হয়। প্রথম ১৫০০ জনকে নির্বাচনের কথা থাকলেও ১৫০০ তম অবস্থানে ৪১ জনের প্রাপ্ত নম্বর সমান হওয়ার ১৫৪০ জনকে নির্বাচন করা হয়। গত ২৬ অক্টোবর অংকন অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ