রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের আয়োজনে বঙ্গবন্ধু ইন প্রিজন: দ্য প্রিজন ডায়েরিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে দুপুর বারোটায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় তিনি বলেন, শুধু বাংলা নয় বঙ্গবন্ধুকে নিয়ে ইংরেজিতে লেখা আর্টিকেল এবং অনুবাদগুলো সবার পড়া উচিত।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম. জাকারিয়া ও প্রফেসর ড. মো: সুলতান-উল ইসলাম এবং ইন্সটিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক আবদুল্লাহ আল মামুন ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা রাখেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন , দেশপ্রেম, অবদান ইত্যাদি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে কাছ থেকে জানতে হলে তাকে নিয়ে গভীরভাবে গবেষণা করতে হবে। বিস্তারিত পড়াশোনা করতে হবে। অনেক লেখা আছে বঙ্গবন্ধুকে নিয়ে সেগুলো পড়তে হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল