রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বিজ্ঞান ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাগর নামে এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সাগর। সাগরের বাড়ি নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর ১২টার দিকে সাগর বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালেই আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন