বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত সৌদি আরব ও কাতারে অবস্থানরত প্রবাসী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি (নিশ-২) প্রোগ্রামের পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ পরীক্ষা শুক্রবার থেকে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। বাউবির আইসিটি এবং ই লার্নিং সেন্টার এ পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করছে। প্রতি শুক্রবার ছুটির দিনে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে এসএসসি প্রোগ্রামের ৪২ জন শিক্ষার্থী এবং এইচএসসি প্রোগ্রামের ৬০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন