জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এ মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ‘খ’ ও ‘গ’ এ তিনটি ইউনিটে ৮ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ক ইউনিটে আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজর ৪২৪ জন এবং বরিশাল সরকারি মহিলা কলেজে ৮৪৯ জন শিক্ষার্থী মিলিয়ে দুটি কেন্দ্রে মোট ৪ হাজার ২৭৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
খ ইউনিটে আগামী ১৩ আগস্ট (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৪২৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া গ ইউনিটে (শনিবার) ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৮৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় এই তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর