জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন ধরনের অভিযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১২ হাজার শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। এছাড়া ঢাকার আরও ৮টি কেন্দ্রে পরীক্ষা দেন শিক্ষার্থীরা।
এর আগে, দুপুর ১২টায় সারাদেশে একযোগে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। সারাদেশে এক লাখ ৬১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে দুই লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারেরবেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ