২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।
এ সময় উপাচার্য বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিকল্প নেই। আগে একজন শিক্ষার্থী ৫ কেন্দ্র পছন্দ দিয়ে একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারতো। এখন একজন শিক্ষার্থী দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করে তার নিজস্ব পছন্দের কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে পারছে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমেছে।
‘ক’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজর ৪২৪ জন এবং সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৮৪৯ জনসহ মোট ৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বরিশাল কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৯৬.৩৯ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলো বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি।
আগামী ১৩ আগস্ট বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ‘খ’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৪২৪ জন এবং ২০ আগস্ট আগস্ট বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত একই কেন্দ্রে ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে মোট ৮৭৭ জন শিক্ষার্থী।
এবার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ‘খ’ ও ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
বিডি প্রতিদিন/ফারজানা