গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ১ট পর্যন্ত চারটি ভবনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় ৪ হাজার ১৯৩ জন অর্থাৎ শতকরা হিসাবে ৯৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভর্তিচ্ছুদের সহযোগীতায় ছিল বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের হেল্প ডেস্ক। ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন ছিল। এছাড়া ভর্তিচ্ছুদের অভিভাবকদের বিশ্রামের জন্য ছিল অভিভাবক কর্ণার।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করতে এবং সেটিই হয়েছে। গুচ্ছ পরীক্ষার উদ্দেশ্য ছিল ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমানো। এ সুফল তারা পাচ্ছেন। একটি পরীক্ষা দিয়ে ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল