রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা তিন ইউনিটে অনুষ্ঠিত হয়েছে। তিন ইউনিটের মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল আগামী ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ফলাফল আগামী ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষার ওএমআর শিটের ইমেজ ওএমআর মেশিনে নেওয়া হয়েছে। এখন ফলাফল যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ‘এ’ ইউনিটের পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের নির্ধারিত সময় ৪ তারিখের আগেই হয়তো আমরা ফলাফল দিতে পারবো।’
গত ২৬ জুলাই চারটি গ্রুপে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২০৬৮টি আসনের বিপরীতে লড়েছেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু।
বিডি প্রতিদিন/এমআই