বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২১-২২ পূর্বঘোষিত সময় অনুযায়ী তিনটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৫১০৫ জন পরীক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ-কে কেন্দ্র হিসেবে নির্বাচিত করে। এর মধ্যে, ৪৮৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিডিইউ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার ৯৫.২৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গাজীপুরস্থ তিনটি উপকেন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল, এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/এএম