সিলেট ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। একইসঙ্গে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কোনো রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা হাসপাতালের সব গেট বন্ধ করে রাস্তায় অবস্থান করছিলেন।
এ ঘটনার জেরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা সেবা বন্ধ রেখে রাস্তায় অবস্থান করবেন বলে জানিয়েছেন।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ থেকে স্থানীয় কাজলশাহ এলাকার কয়েকজন যুবক ক্যাম্পাসে লাঠিসোঁটা নিয়ে দুই শিক্ষার্থীর ওপর হামলা করে। এতে তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র ও পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনাটি জানাজানির পর ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে যুক্ত হন ইন্টার্ন চিকিৎসকরাও। এ ঘটনার পর থেকে হাসপাতালের সামনের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সিলেট মহানগর পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
বিডি প্রতিদিন/এমআই