রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিস কার্যক্রমের সময় পরিবর্তন করে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে প্রশাসন। আগামী ২৮ আগস্ট থেকে তা কার্যকর হবে।
আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে আগামী ২৮ আগস্ট রবিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এ ছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন নির্ধারিত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর