বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিস সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।
গত ২৩ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সকল বিভাগীয় প্রধান ও অফিস প্রধানদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, বিভিন্ন বিভাগে চলমান একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে বর্তমান রুটিন অনুযায়ী বিকেল ৩ টার পরের ক্লাসসমূহ শিক্ষকদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে সম্পন্ন হবে। কেন্দ্রীয় লাইব্রেরী সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। নতুন অফিস সূচির সাথে সঙ্গতি রেখে বিভাগের একাডেমিক পরীক্ষাসমূহের ১ম শিফট হবে সকাল সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এবং ২য় শিফটের পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। আগামী ২৮ আগস্ট থেকে নতুন এই অফিস সূচি কার্যকর হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল