আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন করেছিলেন। সেই সময়ে জিডিপি ছিলো নয় দশমিক এক শতাংশ। আজও পর্যন্ত কেউ সেই জিডিপি স্পর্শ করতে পারেনি। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার তিন-তিনবার ক্ষমতায়- তারাও পঁচাত্তরের জিডিপি স্পর্শ করতে পারেনি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ মিলনায়তনে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর রহমান, সমাজকল্যাণ ইন্সটিটিউটের শিক্ষক রনি মৃধা, ইজি ফ্লাই এক্সপ্রেসের হেড অব অপারেশন খন্দকার পারভেজুল হক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এনায়েত হোসেন রাজা ও ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিহাবুল আলম রেজওয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ। সভায় আব্দুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন- তার নিজের কিছুই পাওয়ার বা চাওয়ার নেই। তিনি শুধু চান, এই দেশের মানুষেরা সুখে-সমৃদ্ধিতে বসবাস করুক। এর জন্য তিনি দেশকে গড়ে তুলছিলেন। কিন্তু তিনি তার কাজ সমাপ্ত করতে পারেননি, তাকে সমাপ্ত করতে দেওয়া হয়নি।’ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক