ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ আগস্ট বিকাল ২:৩০ টায় ইউল্যাব ক্যাম্পাসে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশ টেলিভিশন নির্মিত 'বঙ্গবন্ধুঃ বজ্রে তোমার বাজে বাঁশি' তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন ইউল্যাবের বাণিজ্য অনুষদের অধ্যাপক আবদুল মান্নান। তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত পরবর্তী ঘটনাপ্রবাহ দেখলে অনুমান করা যায় যে, এই জঘন্য হত্যাকান্ডের জন্য ঘাতকদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। তারা একজন মুজিবকে নয় বরং পুরো বাংলাদেশকে সেদিন হত্যা করতে চেয়েছিল।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল মোঃ ফয়জুল ইসলাম (অব.), অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, শিক্ষক মন্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম