চতুর্থ শিল্পবিপ্লবের যুগে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইংরেজি। কাঙ্খিত ক্যারিয়ার নির্বাচনে এ ভাষায় দক্ষতা অর্জন অনিবার্য হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজি ভাষা আজ অবিকল্প।
আইএসইউ’র ইংরেজি বিভাগ এই বাস্তবতাকে সামনে রেখে কোর্স প্রণয়ন করেছে এবং ইংরেজি গ্রাজুয়েটদের একুশ শতকের উপযোগী ক্যারিয়ার অর্জনের লক্ষ্যে যোগ্যতর করে তুলছে। শিক্ষার্থীদের মাঝে সাধারণভাবে লক্ষ্যনীয়, ইংরেজি ভীতিকে দূর করার জন্য এ বিভাগের পদক্ষেপ চমৎকারভাবে সফল প্রমাণিত হয়েছে।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘কোন নির্দিষ্ট বিষয়ে দুর্বলতা থাকা শিক্ষার্থীর অপরাধ নয়। বরং একজন শিক্ষকের কাজ হলো, সমাধানের পথ দেখানো। শুধু ইংরেজি বিষয়ে নয়, মানুষ যে কোন বিষয়ে ভয় পেলে, ব্যর্থতার হার বেশি থাকে। তাই অভিভাবক হিসেবে শিক্ষকদেরই এ ব্যাপারে ভ‚মিকা রাখতে হবে।’
আর ইংরেজি বিভাগের চেয়ারপার্সন, সহযোগী অধ্যাপক কে আহমেদ আলম বলেন, ‘ছাত্র-বান্ধব পরিবেশে আমাদের ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে, একুশ শতকের উপযোগী মানব সম্পদে রূপান্তরিত করা। এবং তাদের কাঙ্খিত গ্রাজুয়েট প্রোফাইল সমৃদ্ধ করা। এজন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, সাহিত্য-অনুধাবন যোগ্যতা, উচ্চতর চিন্তন সক্ষমতা, গবেষণা-ব্রতী, কর্মসংস্থান দক্ষতা এবং শৃঙ্খলা ও মূল্যবোধ সমৃদ্ধ গ্রাজুয়েট তৈরীর জন্য আইএসইউ ট্রাস্ট-এর সার্বিক সহযোগিতা ও উপাচার্য এর নির্দেশনায় যোগ্য ও নিবেদিত প্রাণ শিক্ষকেরা এ বিভাগে কাজ করে যাচ্ছেন।’
প্রকৃত অর্থে, আইএসইউ একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এক কথায় শিক্ষার্থীদের জন্য সব করতে প্রস্তুত এই ইউনিভার্সিটি। এর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস অনুষদের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এম এ ইন ইংলিশ এন্ড কালচারাল স্টাডিজ, এ দু’টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। ইংরেজি ভীতি দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ইংলিশ ফাউন্ডেশন’ কোর্স ফ্রি করানো হচ্ছে। তাছাড়া তাদের ইংরেজি দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ‘রেমিডিয়াল ইংলিশ’ কোর্স ফ্রিতে চালু আছে। এসব ছাড়াও ইংরেজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ইংরেজিতে দক্ষ করার জন্য ‘ইংলিশ ল্যাংগুইজ প্রোফিশিয়েন্সি কোর্স’ চালু করেছে। ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষদের ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ‘করপোরেট ইংলিশ নামে একটি শর্ট কোর্স পরিচালনার পরিকল্পনা রয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের ভাষাগত অদক্ষতাকে দূর করতে আইএসইউ’র ইংরেজি বিভাগ জাতীয়ভাবে নেতৃত্ব প্রদান করতে অঙ্গীকারবদ্ধ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন